আবার দেখা হবে নিশ্চয়
বাড়ির সামনের এক মালির বাগানের একটা চারা গাছ খুব পছন্দের ছিল। আর মালি তা বুঝতে পারত! তাই সে চারাটাকে আমার কাছ থেকে লুকিয়ে রাখত! তাও আড়াল থেকেই দেখতাম কারন জানতাম গাছটাকে আমার বাড়ির আঙ্গিনায় লাগানো অসম্ভব! তখন হঠাত কিছু কাছের মানুষ আমার এই অবুঝ ভাললাগা দেখে মনে অভয় দিল আর বল্ল ব্যাপার না আমরা তোমায় ওই চারা গাছ এনে দিব।
তাও ভয় ছিল ,মালি যদি আমার উপর রাগ করে চারা গাছটাকেই উঁপড়ে ফেলে? কিন্তু কাছের ওই মানুষ গুলো এমন ভাবে অভয় দিল যে নির্ভয়ে মালির কাছে চারা গাছটাকে আনতে গেলাম! মালির কাছে চাইতেই সেই হ্যাস্ত ন্যাস্ত অবস্থা! ভয়ে আর কাছের মানুষ গুলো থেকে সাহস নেয়ার জন্য পেছন ফিরে তাকিয়ে দেখি পিছের মানুষ গুলো নেই! অনেক দূর থেকে দাঁড়িয়ে হাসছে আর বলছে এক মাটির চারা নাকি অন্য মাটিতে হয়না! যাইহোক আমার আকুলতা দেখে মালি আমায় গাছটা দিল! চারাটা এনে যত্ন করে বাড়ির আঙ্গিনায় লাগালাম!কত দিনের সখের চারা আমার!
কিন্তু মনের মাঝে কিছু প্রশ্ন নিয়ে অপেক্ষা করতে লাগলাম চারাটা কবে বড় হবে!
প্রশ্নঃ মানুষ গুলো যদি মজাই নেবে তাহলে কেন ওই সময় এত পাশে ছিল?
প্রশ্নঃ যদি জানতই এক মাটির চারা অন্য মাটিতে হয়না তবে সেদিন কেনইবা বাগানের মালির কাছে পাঠাল?
যাইহোক, মনে কোনো ক্ষোভ নেই বন্ধুরা, শুধু অপেক্ষা চারাটা কেবল লাগিয়েছি, যদি সত্যি গাছ হয় আর তাতে ফল হয় তার অনেকটা ভাগ আমি তোমাদেরও দিব! কারন আজ তোমরা যাই কর সে দিনের অভয় না দিলে মালির কাছে গিয়ে সখের চারাটা আনতে পারতাম না! আর তোমরা জানতো
''''''''''ওই দিনের দেখাই শেষ দেখা ন্য়,
আবার দেখা হবে নিশ্চয়'''''''
তাও ভয় ছিল ,মালি যদি আমার উপর রাগ করে চারা গাছটাকেই উঁপড়ে ফেলে? কিন্তু কাছের ওই মানুষ গুলো এমন ভাবে অভয় দিল যে নির্ভয়ে মালির কাছে চারা গাছটাকে আনতে গেলাম! মালির কাছে চাইতেই সেই হ্যাস্ত ন্যাস্ত অবস্থা! ভয়ে আর কাছের মানুষ গুলো থেকে সাহস নেয়ার জন্য পেছন ফিরে তাকিয়ে দেখি পিছের মানুষ গুলো নেই! অনেক দূর থেকে দাঁড়িয়ে হাসছে আর বলছে এক মাটির চারা নাকি অন্য মাটিতে হয়না! যাইহোক আমার আকুলতা দেখে মালি আমায় গাছটা দিল! চারাটা এনে যত্ন করে বাড়ির আঙ্গিনায় লাগালাম!কত দিনের সখের চারা আমার!
কিন্তু মনের মাঝে কিছু প্রশ্ন নিয়ে অপেক্ষা করতে লাগলাম চারাটা কবে বড় হবে!
প্রশ্নঃ মানুষ গুলো যদি মজাই নেবে তাহলে কেন ওই সময় এত পাশে ছিল?
প্রশ্নঃ যদি জানতই এক মাটির চারা অন্য মাটিতে হয়না তবে সেদিন কেনইবা বাগানের মালির কাছে পাঠাল?
যাইহোক, মনে কোনো ক্ষোভ নেই বন্ধুরা, শুধু অপেক্ষা চারাটা কেবল লাগিয়েছি, যদি সত্যি গাছ হয় আর তাতে ফল হয় তার অনেকটা ভাগ আমি তোমাদেরও দিব! কারন আজ তোমরা যাই কর সে দিনের অভয় না দিলে মালির কাছে গিয়ে সখের চারাটা আনতে পারতাম না! আর তোমরা জানতো
''''''''''ওই দিনের দেখাই শেষ দেখা ন্য়,
Comments
Post a Comment