পরীর পুরনো ভাললাগা মুহূর্ত

ইদানিং পরীর কাছে সময়ের সব কিছুই পরিচিত লাগে । সেই  মেঘলা সকাল , আকাশ পুরো মেঘ আর ঠান্ডা বাতাস, আর কিছুক্ষন পর পর মেঘের ডাক! সব কিছুই যেন ফেলে আসা পুরনো সেই সময়! 
সেই দিন বিকেলের বাতাসটা যেন বুক ভরে নিচ্ছল পরী! রাতে যখন ছাদে গেল তখনো দেখল সেই পরিচিত রাতের ঠান্ডা শীতল বাতাস, আর সেই মায়াবি চাঁদ! আগেও একি রকম ভাল লাগত, কিন্তু তখন ভাললাগা ছিল কিছু অপূর্ণতা নিয়ে! ভাবত ভালবাসার মানুষটা যদি পাশে থাকত সবকিছুর অপূর্ণতা তাহলে ঘুচে যেত!

 আজ অনেক কাঠঘোট পোড়ানোর পর ভালবাসার মানুষটিকে কাছে পেয়েছে, আর সাথে সেই ভাললাগা মায়াময় বাতাস আর মেঘলা দিন! আজ যেন তার মনে হয় জীবনটা কত সুন্দর, ভালবাসার মানুষটাকে শুধু জড়িয়ে ধরে বাঁচতে ইচ্ছে করে! আর ভাললাগার প্রতিটা মূহুতের্র সময় গুলোতে বলতে ইচ্ছে করে ভালবাসি গো তোমায়, বড্ড যত্ ন করে ভালবাসি!
পরী ভাবে যদি কাব্যকে বলতে পারত -
''অনেক গুলো সময় তোমায় পাইনি

বাকি সময় গুলোতে আর হারাতে চাইনা।
এইবার আমি তোমার আঙ্গুল ধরে, তোমার পায়ের সাথে সাথে হাঁটতে চাই।
সারাজীবন থাকবে তো আমার পাশে???''


Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

মুক্ত করে দিব পাখির মত

মা, মামুনি, আম্মু, আম্মা, মম