নাটাই ছাড়া ঘুড়ি
যখন স্কুলে ছিলাম বন্ধুরা বলত আমি নাকি নাটাই ছাড়া ঘুড়ি। সারাক্ষন শুধু এদিক ওদিক ছুটোছুটি! আসলেই তাই ছিলাম, যখন যা ভাল লাগত মন খুলে করতাম,মায়ের বড্ড দুলালী ছিলাম ! হুম!কলেজে উঠে বন্ধুরা নাম দিয়েছিল গ্রামের মেয়ে শেফালি, রাত ৮টায় দিতাম ঘুম, একটা রাত ওদের সাথে phone conferenceএ কথা বলতে পারতাম না, খুব বিরক্ত হত ওরা, কিন্তু সকালে ঠিক আগে উঠে ওদের তুলে দিতাম,আর গ্রামের শেফালিদের মত চুলে দু বেনী করে কলেজে যেতাম আর সারা কলেজে এদিক ওদিক ছুটে বেড়াতাম!
যখন university তে আসলাম, জীবনের সব কিছু উল্টা পাল্টা করে হয়ে গেলাম রাত জাগা পাখি!
রাত বাজে ৩টা, পাশের ঘড়ি টিক টিক শব্দ, আর একটু পর পর রাস্তার কিছু গাড়ির শব্দ ছাড়া কিছুই শুনিনা।
বসে ভাবি ছোট্ট বেলায় মায়ের কোলে যেমন ঘুমাতাম তেমন যদি হত, অথবা কলেজের বন্ধুদের দেয়া নাম গ্রামের সেই শেফালির মত যদি হতাম তাহলে আর রাত জাগা পাখি হতাম না!বড্ড ইচ্ছে হয় সেই নাটাই ছাড়া ঘুরি হতে, আর ইচ্ছে হয় সেই শেফালির মত ভোরের পাখি হতে,কোনো রাত জাগা পাখি না।
যখন university তে আসলাম, জীবনের সব কিছু উল্টা পাল্টা করে হয়ে গেলাম রাত জাগা পাখি!
রাত বাজে ৩টা, পাশের ঘড়ি টিক টিক শব্দ, আর একটু পর পর রাস্তার কিছু গাড়ির শব্দ ছাড়া কিছুই শুনিনা।
বসে ভাবি ছোট্ট বেলায় মায়ের কোলে যেমন ঘুমাতাম তেমন যদি হত, অথবা কলেজের বন্ধুদের দেয়া নাম গ্রামের সেই শেফালির মত যদি হতাম তাহলে আর রাত জাগা পাখি হতাম না!বড্ড ইচ্ছে হয় সেই নাটাই ছাড়া ঘুরি হতে, আর ইচ্ছে হয় সেই শেফালির মত ভোরের পাখি হতে,কোনো রাত জাগা পাখি না।
Comments
Post a Comment