হাউয়াই মিঠাই

lifeএ বন্ধু হচ্ছে এমন মানুষ যার সাথে সবচাইতে বেশি share করা যায়। দুঃখ, কষ্ট, রাগ, অভিমান, আর না বলা অনেক গোপন
কথার ফুলঝুড়ি!
আর ভালবাসার মানুষটা যখন হয় সবচাইতে ভাল বন্ধু জীবন হয় তখন হাউয়াই মিঠার মত রঙ্গিন আর মিষ্টি! 
আর মুখে থাকে সেই মিষ্টি মুচকি হাউয়াই মিঠার হাসি যার আড়ালে সব কষ্ট চাপা পড়ে যায়!


Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

মুক্ত করে দিব পাখির মত

মা, মামুনি, আম্মু, আম্মা, মম