মন ও মরিচা

ঘরের পুরোনো একটা লোহার ফুলদানী, সুন্দর ছিল খুব! কিন্তু ধুলা বালি আর অযত্নে মরিচা পড়ে গেসে! আম্মু দেখলাম ঐ মরিচায় তেল পানি কেরসিন কত কি দিয়ে তোলার চেষ্টা করতেসে! finaly দেখলাম মরিচার উপরের প্রলেপ উঠল কিন্তু মরিচার জায়গায় বাদামী রং হয়ে বিশ্রী হয়ে গেসে, সুন্দর দানীটা গেল! দানীর দিকে তাকিয়ে মনে হলোঃ এই রকম অযত্নে আর অবহেলায় সুন্দর জিনিসটা নষ্ট হয়ে গেল! মানুষের সুন্দর মন গুলোতেও একসময় মরিচা পড়ে যায়, হোকনা তার পিছে যেই কারনই! কিন্তু যখন মরিচা পড়ে যত যাই করুক মরিচাটা উ্ঠে যায় কিন্তু তার জায়গার অবস্থাটায় সাংঘাতিক এক ক্ষতের চিহ্ন থেকে যায়, যার রং সবচাইতে আলাদা আর ঐ মানুষটা ফুলদানীর মত প্রানহীন হয়ে পড়ে থাকে! 


Comments

Popular Post

তুমি আমার মানে, পুরোটাই আমার

মুক্ত করে দিব পাখির মত

মা, মামুনি, আম্মু, আম্মা, মম