শিল্প
শিল্প মানে সৃষ্টি! আর শিল্পীরা হচ্ছেন সেই সৃষ্টির কারিগর। প্রত্যেকটা শিল্পীর নিজস্ব চিন্তা, ধ্যান-ধারনা, আবেগ-অনুভূতি তার নিজের শিল্পের মধ্যে ফুটিয়ে তোলে। যিনি গান করেন তার সৃষ্টিশীলতা তার কন্ঠে যা কিনা নিজের আবেগ আর দরদ দিয়ে অপূর্ব ভাবে নিজের কথা গুলো গানের সুরে সুরে বলে উঠে। যিনি নাচেন তার সৃষ্টি তার পায়ের তালে আর অঙ্গি-ভঙ্গীতে যা সে নিজেই সৃষ্টি করেছেন ! কবি-লেখকদের নাটক, উপন্যাস, কবিতা, কাব্য রচনা সবি তাদের নিজস্ব কল্পনা দিয়ে গড়া। একজন ছবি আঁকার শিল্পী তাই তাদের তুলিতে ফুটিয়ে তোলে যা সে নিজের মত করে কল্পনা করেন!
আমার কাছে ছবি আঁকার এই শিল্পটা বেশ লাগে! যখনি কোনো ছবি আঁকার এ্যাক্সিবিসন অথবা কোনো গ্যালারিতে যাই অনেকটা মুগ্ধ হয়েই অবলোকন করি শিল্পীর তুলির আঁকা রং গুলির। কি সাংঘাতিক ভাবে তারা তাদের কল্পনা গুলো কতগুলো রং দিয়ে ফুটিয়ে তোলে। তার মানে প্রত্যেটা শিল্পীই নিছক কল্পনাবিলাশী ছাড়া আর কিছু নয়! বুঝলাম সৃষ্টিশীল হতে হলে কল্পনাবিলাশী হতে হয়! এক একটা শিল্পীর কল্পনা এক এক রকম। আবার তাদের এই কল্পনা গুলো সাধারন মানুষগুলোর সাথে মিলে যায় বলেই তাদের মাঝে শিল্পীরা জায়গা করে নিতে পারে!
খ্যাতি অর্জন করতে পারে সেই সব শিল্পীরাই যাদের সৃষ্টি আর সৃজনশীলতা সবার কাছেই সহজেই বোধগম্য। যিনি প্রেমিক সেও শিল্পী। কারন তার ভালবাসার মানুষটাকে ভালবাসা প্রকাশ করার জন্য কিন্তু সে নানা রকম অপূর্ব কিছু মিথ্যে কল্পনার আশ্রয় নেয়, কিন্তু তাতে কি, ভালবাসার মানুষটাতো খুশী!
আমার কাছে ছবি আঁকার এই শিল্পটা বেশ লাগে! যখনি কোনো ছবি আঁকার এ্যাক্সিবিসন অথবা কোনো গ্যালারিতে যাই অনেকটা মুগ্ধ হয়েই অবলোকন করি শিল্পীর তুলির আঁকা রং গুলির। কি সাংঘাতিক ভাবে তারা তাদের কল্পনা গুলো কতগুলো রং দিয়ে ফুটিয়ে তোলে। তার মানে প্রত্যেটা শিল্পীই নিছক কল্পনাবিলাশী ছাড়া আর কিছু নয়! বুঝলাম সৃষ্টিশীল হতে হলে কল্পনাবিলাশী হতে হয়! এক একটা শিল্পীর কল্পনা এক এক রকম। আবার তাদের এই কল্পনা গুলো সাধারন মানুষগুলোর সাথে মিলে যায় বলেই তাদের মাঝে শিল্পীরা জায়গা করে নিতে পারে!
খ্যাতি অর্জন করতে পারে সেই সব শিল্পীরাই যাদের সৃষ্টি আর সৃজনশীলতা সবার কাছেই সহজেই বোধগম্য। যিনি প্রেমিক সেও শিল্পী। কারন তার ভালবাসার মানুষটাকে ভালবাসা প্রকাশ করার জন্য কিন্তু সে নানা রকম অপূর্ব কিছু মিথ্যে কল্পনার আশ্রয় নেয়, কিন্তু তাতে কি, ভালবাসার মানুষটাতো খুশী!
যাইহোক, সৃষ্টিশীল হতে গেলে কল্পনাবিলাশী হওয়া ভাল, আর নিজের কল্পনাকে অপূর্বভাবে ফুটিয়ে তোলার জন্য কিছু মিথ্যের আশ্রয় নেয়াটা দোষের কিছু না হলেও খুব একটা গ্রহণযোগ্য যে হবে তা জোর করে বলা বাহুল্য! কারন কল্পনা আর মিথ্যের মধ্যে একটা সূক্ষ পার্থক্য বোধহয় থেকেই যায়!
প্রিয় পাঠকেরা আপনারাই বলতে পারবেন এর সূক্ষ পার্থক্য কারন শিল্পীদের এই কল্পনা শুধু আপনাদের নিছক কিছু আনন্দ দেয়ার জন্যই অসাধারন ভাবে ফুটিয়ে তোলা!
Comments
Post a Comment