চাওয়া পাওয়া
রাতুলঃ আমার উপর তোমার অনেক অভিযোগ, তাইনা?
দিপাঃ কই না তো!
রাতুলঃ আমি জানি তুমি আমার কাছে অনেক কিছু চাও কিন্তু আমি তোমায় দিতে পারিনা।
দিপাঃ ধুর, বোকা। আমি তোমার কাছে কিছুই চাইনা!
রাতুলঃ উহু! আমি জানি, আমি তোমার ছোট ছোট চাওয়া গুলো পূরণ করতে পারিনা, আর তুমি তাতে খুব কষ্ট পাও!
দিপাঃ তুমি বুঝতে পারো?
রাতুলঃ হুম!
দিপাঃ আমিও বুঝতে পারি তুমি আমার চাওয়াগুলো পূরণ করতে অনেক চেষ্টা করো! তাই কনো অভিযোগ করিনা।
রাতুলঃ দিপা? আমি তোমার চাওয়া পূরন করতে পারিনা কিন্তু তাই বলে তোমার চাওয়া গুলো লুকাবেনা, আমাকে বলবে, দেখো একদিন আমি তোমার সব চাওয়া পূরন করবো।
দিপাঃ হুমম।
রাতুলঃ দিপা? আজ কিছু চাওনা?
একটু মুচকি হেসেই বলে উঠে
দিপাঃ তোমার মাঝে আমার অনেক অভ্যাস আছে, এ যেমন সকালে তুমি আমার ফোন পেয়ে ঘুম থেকে উঠ, রাতে আমি তোমায় ঘুম পাড়িয়ে দেই। আরও কত কি। কিন্তু আমার মাঝে তোমার কোনো অভ্যাস নেই, আমায় তোমার কোনো অভ্যাস দাওনা! যেন প্রতিদিন আমি তোমার কাছে তাই পাই! করবে এমন কিছু? যা প্রতিদিন আমি পাব!
রাতুলঃ হাঃহাঃহাঃ! পাগলি।
দিপাঃ কই না তো!
রাতুলঃ আমি জানি তুমি আমার কাছে অনেক কিছু চাও কিন্তু আমি তোমায় দিতে পারিনা।
দিপাঃ ধুর, বোকা। আমি তোমার কাছে কিছুই চাইনা!
রাতুলঃ উহু! আমি জানি, আমি তোমার ছোট ছোট চাওয়া গুলো পূরণ করতে পারিনা, আর তুমি তাতে খুব কষ্ট পাও!
দিপাঃ তুমি বুঝতে পারো?
রাতুলঃ হুম!
দিপাঃ আমিও বুঝতে পারি তুমি আমার চাওয়াগুলো পূরণ করতে অনেক চেষ্টা করো! তাই কনো অভিযোগ করিনা।
রাতুলঃ দিপা? আমি তোমার চাওয়া পূরন করতে পারিনা কিন্তু তাই বলে তোমার চাওয়া গুলো লুকাবেনা, আমাকে বলবে, দেখো একদিন আমি তোমার সব চাওয়া পূরন করবো।
দিপাঃ হুমম।
রাতুলঃ দিপা? আজ কিছু চাওনা?
একটু মুচকি হেসেই বলে উঠে
দিপাঃ তোমার মাঝে আমার অনেক অভ্যাস আছে, এ যেমন সকালে তুমি আমার ফোন পেয়ে ঘুম থেকে উঠ, রাতে আমি তোমায় ঘুম পাড়িয়ে দেই। আরও কত কি। কিন্তু আমার মাঝে তোমার কোনো অভ্যাস নেই, আমায় তোমার কোনো অভ্যাস দাওনা! যেন প্রতিদিন আমি তোমার কাছে তাই পাই! করবে এমন কিছু? যা প্রতিদিন আমি পাব!
রাতুলঃ হাঃহাঃহাঃ! পাগলি।
Comments
Post a Comment