তোমাকেই বলছি
তোমাকেই বলছি..
এখন আর সকালে তোমার sms পাইনা, মোবাইল এখন বার বার বেজে উঠেনা, বাসা থেকে বের হওয়ার সময় এখন আর কাউকে জানাতে হয়না, কেউ তোমার মত চিন্তা করে আর বলেনা এই তুমি ঠিক আছতো? খাবারের সময় কেউ বলেনা তুমি খেয়েছতো? মন খারাপ হলে কেউ বুঝেনা আর বুঝলেও তোমার মত আদর করে মাথায় হাত বুলিয়ে দেয়না, আমার হাসির পেছনের কান্না তোমার মত কেউ দেখতে পায়না, তোমার মতো কেউ আমার ছোট ছোট অভিমান গুলো বুঝেনা তাই এখন আর অভিমান করিনা শুধু চুপ করে তাকিয়ে থাকি।
জানো কারো কাছেনা আমিনা কিছু চাইনা কারন কেউ আদর করে তা এনে দেয়না। আমাকে কেউ এখন প্রজাপতি ধরে দেয়না, গাছ থেকে কদম ফুল পেড়ে দেয়না, আর রাস্তা থেকে শিউলি ফুল কুড়িয়ে দেয়না। হোচট খাব বলে হাটার সময় আমার সামনে থেকে কেউ ছোট ছোট পাথর সরিয়ে দেয়না,
জানো আমার কষ্টে তোমার মত কেউ কেদে উঠেনা, রাতে কেউ গল্প বলে ঘুম পাড়িয়ে দেয়না। অনেক দিন তোমার পচা পচা জোক্ স শুনিনা। অনেক দিন প্রান খুলে হাসি না!
তুমি ভাল আছ? আমি তোমার কাছে অনেক কিছু শিখেছি, ভালবাসতে হয় কিভাবে তা শিখেছি কিন্তু আমি তবুও পারিনি তোমায় ভালবাসতে, আমিও যে কাউকে ভালবাসি। কিন্তু তোমার মত পারিনা, তুমি যে বড় যত্ন করে ভালবাসতে পার। আমাকে অভিশাপ দিওনা, ক্ষমা করে দিও ।
Comments
Post a Comment