প্রতিজ্ঞা
একটা সময় ছিল যখন ভাবতাম বাঁচার জন্য আমার কারো সঙ্গ দরকার নেই। কিন্তু একটা মানুষ আমার এই ধারনাটা সম্পূর্ণ বদলে দিয়েছে। সে আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর মেয়ে, সবচেয়ে ভালো মেয়ে। তার মধ্যে একটা নিষ্পাপ ভাব আছে। তার মধ্যে আছে অনেক চাঞ্চল্যটা ও অস্থিরতা।
সে তার ভালবাসা দিয়ে আমাকে ভালবাসা শিখিয়েছে। সে আমার অগোছানো জীবন গুছিয়ে সুন্দর করে দিয়েছে। কোন কিছু পাওয়ার উদ্দেশ্যে নয়, তার সঙ্কল্প শুধুই দিয়ে যাওয়া। মনে হয় যেন সে তার যা কিছুই আছে সব বিলিয়ে দিতে সে প্রতিজ্ঞাবদ্ধ।
এখন মনে হয় আমি এই জগতের সবচেয়ে সুখী মানুষ। কারন আমি আমার সপ্নে দেখা সেই রাজকন্যা পেয়েছি। ছোট বেলা আপুর মুখে রূপকথার গল্পের রাজকন্যার কথা শুনে নিজের জন্য যে রাজকন্যার কল্পনা করতাম আমি সেই রাজকন্যা পেয়েছি।
মানুষ তো কল্পনা আর স্বপ্নেই রাজকন্যার দেখা পায় আর আমি তাকে পেয়েছি বাস্তবে যাকে আমি দেখতে পারি, স্পর্শ করতে পারি আবার ভালবাসি ও বলতে পারি। যে আমার চুল, গাল আর কান ধরে টেনে কাছে নিয়ে আদর করতে পারে। আমি তার সাথে আমার সারাটা জীবন কাটাতে চাই।
আমার এই চাওয়া সত্যি, অক্রিতিম, সৎ, গভীর ও সুন্দর। সে তার ভালবাসা দিয়ে আমার ভালবাসা এমন ভাবে জাগ্রত করেছে যে আমি এখন তার জন্য সব কিছু করতে পারি। আমার এ জীবনে আমি তাকে আমার জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আমি প্রতিজ্ঞা করি আমি তাকে কখনো ছেরে যাব না এমনকি তাকেও আমি ছেরে যেতে দিব না।
তাকে আমি আঁকরে ধরে রাখবো আর জিজ্ঞেস করবো আমাকে ছাড়া বাঁচতে পারবে? আমি আমার এই কথা রাখবো। আমি প্রতিজ্ঞা করছি।
তোমার আমি।
Comments
Post a Comment